ফাগুন এবার বিদায় নিল
এল চৈত্রর দিন
কৃষ্ণচূড়ার হাওয়ার সাথে৷
বাজুক মিলন বীণ।
ফাগুন যখন গুনগুনাল
বলল কত কথা
আসবে আবার আগামীতে
ফুটবে রাধাচূড়া যেথা।
চৈত্র এলেই হেলে পড়ে
কৃষ্ণচূড়ার ডাল
রাধাচূড়ার গায়ে এসে
হয় প্রেমে মাতাল।
সেই চৈত্র এল আবার
আসবে তুমি কবে?
তোমার আমার মিলন বাসর
চৈত্র-তে কি হবে?