এমন অবিরাম বরিষণে
বন্ধু থেক হরষিত ক্ষণে  
ভিজব দোঁহে মনে মনে।


এমন পাগল উতল হাওয়া
চলে শুধু গান গাওয়া
বাকি আছে কত কওয়া।


এমন ন্নিঝুম বাদল দুপুরে
সুর বাজে মন-নূপুরে
কে গায় বাঁশির সুরে?


এমন বৃষ্টি মুখর সন্ধ্যায়
সুবাসিত বুক রজনীগন্ধায়
‘অমুদিত’ দুটি আঁখি তন্দ্রায়।


এমন মায়াবী মিঠেল ধারা
মল্লারে রইল গলা ছাড়া
দেখোকি মুচকে হাসে ধরা?