তুমি কি আমার নীলনভ হবে?
দেবো তোমাকে সূর্য চন্দ্র তারা
আলোকিত প্রেমে হবে দিশেহারা।


তুমি কি আমার পোষা পাখি হবে?
শেখাব তোমাকে ভোরের রাগিণী
দুজনার সুরে নাচবে নব ঊষারানী।


তুমি কি আমার চোখের দৃষ্টি হবে?
আমি যা দেখব তুমিও দেখবে তাই
বিহ্বলে জগতের সবই হবে রোশনাই।


তুমি কি আমার মুখের ভাষা হবে?
বলে যাব শুধু ভালোবাসি ভালোবাসি
হংস-মিথুনে উড়ব নীলের পাশাপাশি।        


তুমি কি আমার নশ্বরাঙ্গের প্রাণ হবে?
এক সাথে যাব চলে ধরণী-টা ছেড়ে
কেউ কাঁদবেনা কারো মৃত্যুর সমরে।