এমন নিশিতে বিরহী-চিত্ত বলে,
ভালবেসেছিলাম যে!  
অমনি কি গেলে ভুলে?


এখন বাহারের দেরি নেই আর
তাই জাগে ভয়
চমকে ওঠে বক্ষ দুয়ার...


এমন তারার চাঁদনি বিভাবরী
যেন না আসে প্রভাত
নিশিকেই বুকে চেপে ধরি।


এমন জোনাকি আলো,ঝিঁঝিঁ ডাক
স্মৃতি উন্নত মন্থনে
ইন্দ্রিয়ে বাজে যেন মিলন শাঁক।


এমন শুকনো পাতার মর্মর ধ্বনি
বুক ভেঙে খান খান
মন বলে তার পদধ্বনি শুনি।