মনে আছে, কলেজের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তুমি  আমি একসাথে এরেস্ট হয়েছিলাম!
মেল ফিমেল এক কড়াতেই আটকেছিল পুলিশ
বিপ্লবের আঁচ আর সতেজ যৌবনের আঁচ মিলে মিশে একটা আদল তৈরি করেছিল সেদিন।
তুমি কি ভুলে গেছ! আমি কিন্তু  ভুলিনি ;
সেদিন কাঁদতে কাঁদতে হেসেছিলাম তোমার প্রদীপ্ত উদাত্ত শ্লোগান শুনে ;  
এসো না,আজ আবার পথে নামি! রুখে দাঁড়াই তাজা কঁচি কাঁচদের ভিড়ে ন্যায়-এর শপথ নিতে  
আজ অসমর্থ দুজনেই, নাহয় লাঠি নেব হাতে
একদিন  তো পড়ে যেতেই হবে  পথে
আজ এসো হাতে হাত ধরে গাই গলা মিলিয়ে-
"" পথে এবার নামো সাথী পথে হবে এপথ চেনা"