থেক না দূরে,থেক না সখী
এসো হে প্রিয়া কালবৈশাখী  
তোমার আশায় পথ চেয়ে থাকি
নীদহীন প্রখর রুক্ষ দুটি আঁখি    
আর কত দিয়ে যাবে ফাঁকি!
দহন বক্ষে ফুল-রেণু মাখি  
নিরানন্দেও গান গাইছে পাখি
সূর্য ঢেকেছে মেঘের ঝাঁপি
ওই ওই,তুমি এলে না-কি?
"ফিরিয়ে দেব যা আছে বাকি"
বলে যায় পাঁজরে বদ্ধ মৌশাখী
এসো সখী কালবৈশাখী------