আর দেরি নয়, সময় বয়ে গেছে অনেক দূর
জীবনের ঘাত প্রতিঘাতের হিসেব নিতে গিয়ে হারিয়ে গেছে মানবিক বোধ----
আমাদের চোখ বন্ধ সব সময়, আমরা দেখেও দেখিনা অনেক কিছু, বেলা বয়ে গেছে যে---
নিজের ঘাড় টা উঁচু তে তুলি এবার--
হাতে হাত ধরে, একটাই শপথ করি, অন্যায়কে কোন ভাবেই মেবে নেব না,
দুর্দশাগ্রস্ত মানুষকে বাঁচাতে প্রতিবাদের সুর উঠুক আকাশ বিদীর্ণ করে,
বাজলে বাজুক যুদ্ধ দামামা
মরলে মরুক বাবু রাজা বুর্জোয়া
শ্রমিক কৃষকের জন্য নতুন সূর্য উঠুক।