যদি না ফিরি আর তোমাদের জলসাতে
মনে খুব কি কষ্ট হবে?


অনামি যে ব্রাত্য চিরকাল, তার কথা
ভেবে কিই বা তোমরা পাবে!


ঝরা গোলাপের মতো ভুঁয়ে রব পড়ে
মাড়িয়ে যাবে সবাই


মরমে থাকবে গানের সপ্ত সুর, ডাকবে
শুধু গানের সভা-ই।


ভূপে আসা কিছু কর্ম দোষে বা গুনে
ক'জন আর সুখী?  


না পেয়েও তবু পাওয়ার আশায় থাকে
যেমন অবুঝ সূর্যমুখী।


আলো তো দিয়ে যায় দৃপ্ত সূর্য রোজ
কে করে তাঁরে স্মরণ!


মানুষও বোঝেনা নিত্য কৃত কর্মটা
বোঝেনা আসবে মরণ।