অনেক বারুদের খেলা হয়ে গেছে
এবার শান্তির ঢেউ উঠুক
ফুল ফুটুক ফুল ফুটুক।


আর নয় হিরোশিমা নাগাসাকি
বারুদ আবীর হয়ে হাসুক
ফুল ফুটুক ফুল ফুটুক।


গলিত দেহ অনেক দেখেছি
এবার রোগহীন, হিংসাহীন দিন
পাশে বসুক---
ফুল ফুটুক ফুল ফুটুক।


সাম্প্রদায়ীকতা দ্বন্দ্ব দ্বিধা দূরে রেখে  
সম্প্রীতির সূর্য সবার ঘরে হাসুক  
ফুল ফুটুক ফুল ফুটুক।


( বিগত ৬ই আগষ্ট এবং আসন্ন ৯ই আগষ্ট কে মনে রেখে এই কবিতা টি আসরের সকল কবিদের প্রতি
উৎসর্গ করলাম)