ভোটের আকাশে ফুল ফুটেছে
গ্রাম-পঞ্চায়েতে কারা?
বোম্ব পেটো আর আমলার নাচে
নির্বাচন হল সারা।  
গণতন্ত্র,তোমার গণের মান কোথায়?
তাদের খুন করছে কারা?
গণতন্ত্রে বিমুখী দল থাকে, ভুলে গেল
জ্ঞানী নেতা আমলারা?
গণতন্ত্র,তোমার সার্বোভৌমত্ব কোথায়?
দেখছিতো একনায়কের খেল
বাই দ্য পিউপল,ফর দ্য পিউপল,অফ দ্য
পিউপল-য়ের আজ জেল।
গণতন্ত্র এসো,তোমাকে গোপনে একটা  
কথা শিখিয়ে যাই
ধর্মনিরপেক্ষ,সার্বোভৌম আর ‘গণতন্ত্র’কে
এবার জানাও বাইবাই......  


(গণতন্ত্রের সংজ্ঞা= বাই দ্য পিউপল>জনগনের দ্বারা সরকার/ফর দ্য পিউপল>জনগণের জন্য সরকার/ অব দ্য পিউপল>জনগণের সরকার......  
কবিবন্ধুরা, বুঝতে পারছেন তো কেন এমন ছড়া লিখলাম?
মহামান্য এডমিন কটু দৃষ্টিতে নেবেন না )