কথা সে-ই বেশি বলে
যার মন খোলামেলা
নিজের নেই তবু লোককে দেয়
সে হল ভোলাভালা।


কথায় কথায় উপদেশ, তার মন
"আমিত্ব " তে ভরা
আসল তত্ত্ব না জেনেও হয়
লোক দেখাতে দিশেহারা।


কবিতা আমি নিজেও জানিনা
কাকে বলেছি কাব্য ছোট্ট করতে
সে আসেনি আমার পাতায় আর
কুশল খবর জানতে।


টাকা বেশি থাকলেই আসবে
গর্ব অহমিকা আর বাবুয়ানা
লড়াই টড়াই কিচ্ছু জানেনা
একদিন আসে সুপ্রিম পরোয়ানা।


দেখো বন্ধু, এসব জ্ঞান ভেবনা
নিজে যে অন্তঃসারশূন্য
জ্ঞান দিতে সে-ই পারে গো
যে সর্ব জ্ঞান শিক্ষায় পূর্ণ।