হা হা হা, হি হি হি
আমি লাফিং ক্লাবে আছি
একটু পরেই ঘরে ফিরে গিয়ে
গলায় দড়ি আর কাছি।


হা হা হা, হি হি হি
বলে গেছেন মহান-রা হাসতে
ঝাঁটা জুতো লাথি খেয়ে
দুষ্টকে ভালো বাসতে।।

হা হা হা, হি হি হি
রোজ যাই হাসির ক্লাবে
বুকে ঠাসা ব্যথার পাহাড়
হাসলে মন জুড়াবে?


হা হা হা, হি হি হি
লাফিং ক্লাবের কর্ণধার
লোককে জোর করে হাসায়
ভেতরে চেপে দুঃখ ভার।


হা হা হা, হি হি হি  
সহায়হীন সংসার
হি হি হি-র মাঝে খুঁজে পাব কি
জীবনের কোন সার?          


( আসরের জনপ্রিয় কবি শম্পা দত্তের "লাফিং ক্লাব" একটা কবিতা পড়ে, এই কবিতাটি লিখেছিলাম। তাই শম্পাকেই কবিতাটি দিলাম)