সানাই কাঁদে বিষাদ সুরে
মন্ডব কেন ফাঁকা!
মা-র মূর্তি গেল কোথায়
সুর যে আঁকাবাঁকা।


পুজার থালা মৌন ভারী
নৈবেদ্য ভোগ কই?
শঙখ ঘন্টা চোখের জলে
মন করে থইথই।


ঢাকির দুঃখ বিষাদ দেখে  
অলক্ষ্যে মা বলে  
"আমি থাকি সসন্তানের মাঝে
অসুর যায় জলে।  


যখনই অসুর বাড়ে বেশি
আমায় পাবি তোরা
শুধু আয়োজনটা কমিয়ে দিয়ে
মানব সেবা বাড়া"।