বিশ্বযুদ্ধের দামামা বন্ধ হয়েছিল
শুনেছিলাম মন্বন্তরে ভুখা মানুষের কান্না  
শুনেছিলাম দেশপ্রেমিকের দেশত্যাগের রোদন    
দেশ দুভাগ হয়েছিল-----
আমি কিছুই করতে পারিনি
হে কবি, ক্ষমা করো।


পর পর দেখেছি দুর্ভিক্ষ প্লাবন ঝড় টাইফুন
শুনেছি মানুষের আর্ত বিলাপ;
কিছুই করতে পারিনি
হে কবি, ক্ষমা করো।


আজ দ্বাবিংশ শতাব্দী, ভয়ংঙ্কর মহামারী
সারিসারি মৃত্যু মিছিল আর মুখ বাঁধা
মানুষের অসহায় বিলাপ-----  
দরিদ্র শ্রমিক রুজিরোজগারের খোঁজে রেলের
নিচে প্রাণ হারায়,
গ্যাস লিক হয়ে অসুস্থ মানুষ হাহাকার করে,
কেউ মরে পড়ে থাকে পথে
আমি কিছুই করতে পারিনা
হে কবি ক্ষমা করো।


একবার গাও আমাদের সাথে গলা মিলিয়ে
একবার ডাকো তোমার গানে "তাঁকে"  
"শান্ত হে, মুক্ত হে, হে অনন্ত পূণ্য
করুণাঘন ধরণীতল করো কলঙ্ক শূন্য"।