সংসারে তেল নুন চাল ডালের হিসেব কষতে কষতে আজ আমি একজন ভালো হিসেবী বা হিসেব রক্ষক--
নেই নেই বলতে বলতে যেদিকেই তাকাই
দেখি সবই এম্পটি বা খালি--
ক্ষুধার্ত মানুষ দেখে দেখে, ধনীদেরকেও
ক্ষুধার্ত মনে হয়----
সত্যি কথা কেউ বলে না তো,যে সত্যিই সত্যি বলছে,তাকেও মিথ্যেবাদী মনে হয়---
যে হাসছে, তাকে দেখেও ক্রন্দসী মনে হয়---


জানি, এর নামই জীবন আর বেঁচে থাকা
জানি সংসার ক্ষেত্র যুদ্ধক্ষেত্র থেকেও কঠিন
জানি,দরিদ্রের বাঁচা আর মরা দুইই সমতুল্য --