যন্ত্র মানুষের এটিটুড বোঝা বড় দায়
আজ দেখি এক ভাব কাল বুঝি পাল্টায়।


ইদানীং যে ধনী সে ভাবেনা আর অতীত
কেউ আনে যদি স্মরণে রাগে হাসে কিঞ্চিৎ।


ভাবখানা ষোলআনা ভিতরে তো ফাঁপান
কী মহান ভাবে নিজেকে স্বভাবটা কাঁপান।


চিলে কান নিয়ে গেছে কান আর দেখেনা
তার পিছে মিছে ছোটে আসলটা ভাবেনা।


এই মানুষ সবখানে কবিতায়ও আজ পাই
কবিকবি ভাব আছে সমতা তো কিছু নাই!


হিউম্যান চেঞ্জ দেখি যুগের হড়পা বানে  
ডিজিটাল-ঘোস্ট নেয় ’মানের হুঁশ’ কিনে।



(অনেক কিছুই লেখা হলনা। আর ‘কবি’ বলতে এই
আসরের কবি শুধু, এটা কেউ ভাববেননা বন্ধু)