(আমি ঋণী আনন্দবাজার এবং
The Statesman পত্রিকার কাছে। কবিতাটি
এক মাস আগে লেখা।)  


হিউমানয়েড যন্ত্রমানবী  সুন্দরী সোফিয়া
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট লেডি
সৌদিআরবে সব কাজেই সে রেডি।


মানবীযন্ত্রে মাইক্রোচিপ ভরে দেওয়া হয়
পোগ্রামিং করে রাখা হয় সব রকমের তথ্য
পোগ্রামিং ছাড়া নিজেও কিছু বলে অব্যর্থ।


হংকং-য়ের এক কোম্পানি একে তৈরি করে
অবসাদ আর অর্টিজম গবেষণার কাজে...
সোফিয়া ‘গো’খেলা খেলে,আর সুন্দর সাজে।


সোফিয়ার রূপ হলিউড-এক্টর হেপবার্নের মত
৬২ রকমের মুখভঙ্গী করে মানবীযন্ত্র সোফিয়া
সে ডক্টর ডেভিডহ্যানসনের মস্তিষ্ক প্রসূত তনয়া।



([‘গো’খেলা নাকি দাবাখেলার চেয়েও কঠিন।]
আরও উন্নত জাপানের পেপার রোবট ‘কেনিও’
তার বুকের স্ক্রিনে ফুটে ওঠে দুঃখ অভিমান প্রেম
হর্ষ আর ভ্যারাইটিজ অনুভূতি।সে আবার অফিসে নাকি কাজও করে।)