আমার ইচ্ছা একটা তাজমহল তৈরি করার
বাদশা সাজাহানের মত ণয়;
ইট বালি সিমেন্টের মামুলী তাজ...


আমার ইচ্ছা,গঙ্গা নদীর নব্যতা বাড়িয়ে
জলযানের পথ সুপ্রসস্থ করার;
খরচ বেশি নয়...


আমার ইচ্ছা, ষ্টেশনের উপর বা পাশে
যাদের বাস,তাদের স্থায়ী বাসস্থান দিয়ে
দুবেলা মুখে অন্ন দেবার...
খরচ! কত আর হবে?


আমার ইচ্ছা, ফসলের উৎপাদন বাড়িয়ে
অসহায় মানুষদের নিত্য দুঃখ মেটানর...  
ব্যায়!অতি সামান্য...


আমার ইচ্ছা, মন্ত্রী হয়ে সময় বার করে  
প্রতি ঘরে ঢুকে তাদের দুঃখের কথা শোনবার;
খরচ নেই কোন..


আমার ইচ্ছা, মূর্তি বানিয়ে হাজার হাজার
কোটি টাকা ব্যায় না করে অসুস্থ, অনাথ
শিশুদের জন্য সে অর্থ ব্যায় করা।    


কাব্যে লিখিত ইচ্ছা গুলোর সাথে
মন্ত্রী সহ সকলের ইচ্ছা মিলে যাক...
মহাকবি, মনিষী, জ্ঞানী-যোগীরা নেমে  
আসুক মাটিতে আবার...  
আমাদের পৃথিবী হোক মক্কা মদিনা বেথেলহেম
বা প্রেমের বৃন্দাবন...