আমি নই গো ভাগ্যদেবী
নই তো ভগবান...
পারিনা মৃত দেহে ফিরিয়ে
আনতে প্রাণ।


আমি পারিনা দুখীর চোখের
ধারাকে মোছাতে  
পারিনি পাগল- প্রেমিকদের
একটুও বোঝাতে।


পারিনি কখনও অধমকে উত্তম  
করতে সু-উপদেশে
সমাজকে পারিনি বদলাতে আপন
ত্যাগের জৌলুসে।        


আমি ফেরাতে পারিনা কেঁদেও
ভাগ্যহীনের ভাগ্য
বন্ধু—তবুও কি আমি তোমার
প্রেমের যোগ্য?  



( আমি যা বলতে চাইলাম, দেখছি কেউ-ই বোঝেনি
নতুন করে বোঝাতে আর পারছিনা।)