মানুষের মন মাঝে ওঠে শুধু অসাম্য ঝড়
কাকে আপন করা, কাকে আর করা পর?


মনটা যে বায়বীয় রাগে ক্রোধে হয় ক্ষয়  
চাঁদের মত বাড়ে কমে ঠেকাবার নয়?


কত টাকা লাগে খেতে কত সাচ্ছন্দ!
কেউ একটুতে নয় খুশি চায় চিরানন্দ।


একদিন চলে যাবো, হোকনা সবাই আপন
রোজ ধ্যানে প্রাণায়ামে সহজীয় জটিল মন।


মানুষের মাঝে ‘তিনি’ দিয়েছেন দয়া ক্ষমা  
সব ভুলে কুটিলতা বুকে হয় পর্বতসম জমা।


সীমানার হীন-গণ্ডীটা আছে থাক, ক্ষতি কিসে!
বাংলা-কবিতা-ডটকমে যাক সব মিলেমিশে।