যদি আমাকে কেউ কোন  উচ্চ আদালতের
জাস্টিস করত মাত্র একটা রাতের জন্য!
আগে তুলে দিতাম আমলাতন্ত্র,যা অতি ঘৃণ্য।  
বাতিল করতাম রোজকার রাজনৈতিক মিছিল
বোলতাম,’মন্ত্রীরা আগে খুলুন বদ্ধ মগজের খিল'।
কন্যা-ভ্রুণ হত্যা আর নারী-ইভটিজিংয়ের উপর
রাখতাম কোটি টাকা বা শাস্তির মাশুল......
শিশু-কন্যা ধর্ষকদের দিতাম সারা জীবনের
নির্জন কারাবাস, ভাঙত ইচ্ছা-দুষ্টামির ভুল... ।  
‘হুজুর মায় তো নাবালক হুঁ’-র ভুত ছাড়াতাম
ডালকুত্তাদের লেলিয়ে দিয়ে...
বিকৃতকামীদের শাসাতাম সশরীরে সমাধির জটিল
ভয়ঙ্কর ভয় দেখিয়ে......
পূর্বাচলের দিকে এগোতাম একটাই শপথ নিয়ে...
‘আমরা মানুষ, বাঁচব মানুষই হয়ে......’
তারপর নেমে আসতাম অর্ডার...... অর্ডার...
টেবিলে ঠুকে, হয়তো দুষ্কৃতীরা দেখাত নজরানা
কী হত মৃত্যু! ওঁটাই আমাদের শেষ ঠিকানা।