বুঝি যাবার দিন ঘনিয়ে এলো
তাই পূব আকাশটা হল কালো
পশ্চিমের গগনটাকে কে লাল
আবীরে রাঙিয়ে দিয়ে গেল!


সারা দিনের আকাশ আমার
যেন ধোঁয়ার মতো মেঘলা
ঝরা ফুলের সাথে চলে মৌন-
মনের অজানা কোন খেলা!


ভোরের সুখতারা হয়ে হেসেছি
কত, আজ যদি হই সন্ধ্যাতারা
‘সে’যদি ডাকে ইশারায়, দেবই
‘তার’ অমৃত ডাকে সারা...


যেথায় নীল আকাশটা পড়েছে
ভেঙে,শুভ্র সতেজ ফেনিল জলে
সেখান থেকে এসেছিলাম ধরায়
‘’তাঁর’’ ডাকে নাহয় যাই চলে...