(বাস্তবকে আড়ালে রেখে আজ আবার প্রেম- আবেগের কবিতা)    


যদি তুমি বলো ‘কেন গো আমাকে
ভালোবাস এতো’?  
ভালোবাসার তো অর্থ নেই,তাই ভালোবেসে
যাবো অবিরত।
যদি তুমি বলো ‘কি আশা আছে তোমার
আমাকে নিয়ে’?
সে আশা-টা এমন, বোঝান যায়না তা
কোন কিছু দিয়ে।
যদি তুমি বলো ‘আমিতো অনেক দূরে
কি পাও তুমি’?
জগতের পাওয়া অনেক,সেখানে বাঁধবনা
তোমাকে আমি।
যদি তুমি বলো ‘কেন ভাবো আমাকে
নিয়েই সারাক্ষণ’?
তোমাকে ভাবার মাঝে জগতের ভাবনাও
ভাবি অনুক্ষণ ।
যদি তুমি বলো ‘আমি তোমার কে হই?
তুমি কি জানো’?
হাসালে আমাকে;প্রেমটা তো আমার তোমাকে
নিয়েই জড়ান ।      
যদি তুমি বলো ‘কেন কাঁদ বলতো,গেলেই
একটু আড়ালে’?
কাঁদবনা আর কোনদিন, তোমার বিশাল
বুকে আমায় জড়ালে।