রূপরস-সুরে ভরা জগৎ এক মেহেফিল
সদা রোগময় আমার মন আর দিল
জানিনা কেন পড়ল কর্ণে কবে খীল!
অমিল হয়েছে আজ আমার সকল মিল।


দুনিয়ার শত সহস্র গানের সুমধুর সুর
আমার থেকে প্রায় হাজার যোজন দূর
কন্ঠ কেঁদে ফেরে সপ্ত সরগমের পুর
মন-কবিতায় শুনি নৃত্য-ছন্দ নূপুর।


প্রকৃতির বুকে বয়ে চলে কুলু কুলু নদী
শুনিনা ধ্বনি,হয়না আলিঙ্গন কাঁদি নিরবধি
কর্মটা মন্দ কোথায় জানেন ভাগ্য-বিধি
সহমর্মী হতে পৃথিবীতে কাকে আর সাধি?


ভুবনের ‘শ্রেষ্ঠ জীব’মানুষরা হয়তো হাসে
‘বোধ’ বলে যেন ‘ভাব মেলাও পরকাশে’
মেহেফিল, তোমার সুর হৃদ-কানে আসে
স্বপনে ভাবনায় ডানা মেলে দিই নীলাকাশে।