আমি শরতে দেখেছি তার কালো হরিণ চোখ
দেখেছি হিম হাওয়ায় নেচে পুরুষকে দিতে প্রাণ
বসন্তে ও কৃষ্ণচূড়া খোঁপায় গুঁজে গেয়ে চলে
আগামী গ্রীষ্ম আর বর্ষার রিমঝিম প্রেম গান।


ও নিশীথে জেগেছে শিশুর ব্যথা ভরা কান্নায়
ভোরে দোরে জলের ছিটায় করেছে গৃহ মঙ্গল
দুপুরে ঘর্মাক্ততায় সেবা দিয়েছে পরিবারে
কেউ কি দেখেছিল ওর লুকান চোখের জল?


পুরুষের মাঙ্গলিক রঙ নিয়েছে সে মাথার উপর
গর্ভ করেছে পুর্ণ এক পুরুষেরই আদিম সোহাগে
কেন সে ব্রাত্য!সমাজ কেন দেয়না মান তাঁরে ?
এসো, হাত মেলাই সবাই,জাগি নারীর অনুরাগে।