এই জগতের পান্থশালায়
রাখবে কে আর মনে!
যত কাল ধরে প্রাণ
তত দিন লোক চেনে।


সৎ কর্ম করলে তবু
একটু খানি মনে রাখা
তা নাহলে একটা মালা
ল্যামিনেশানের ফটোয় রাখা।


এই জগতের হাটে বাঁটে
কত কেনা-বেচার খেলা
'ধন' ছাড়া খোঁজেনা কেউ    
প্রেম-প্রীতির মিলন মেলা।  


চতুর্দোলায় ওঠার আগে
বেকুব হয়ে আপন খুঁজি
‘পর’কেন ভাবালে মন?
‘সবাই’ছিল আমার বুঝি?


প্রপঞ্চ ভূপের পান্থশালায়
আসাযাওয়ার নিত্য ক্রীড়া
সবাই যদি বুঝত এটা
অস্ত্র হত ‘কাঠে’ গড়া।