একদিন আমি তো চলে যাবো বন্ধু
তোমার মন-অভিধানে পাবোকি স্থান!
কাঁদবে কি তোমার উচ্ছলিত প্রান?


জগতের যত মিলন আর অভিমান
বন্ধু,সবই তোমাকে নিয়ে ভাঙা গড়া
তাই,প্রতি পলকে তোমারই চাই সাড়া।  


তোমার হৃদয় নিংড়ে বানাতে পারবে
স্মৃতিসৌধ স্বরূপ আর একটি তাজমহল!
রাখতে পারবে আমার নামটি উজ্জ্বল!


বন্ধু, ফুল ঝরে গেলে তবু পায় সে  
দেবতা-গড-আল্লাহর পূত পদে সন্মান  
আমাকেও দিও ওই উদার বক্ষে মান।


আসা আর যাওয়া এ জগতের এক-
রহস্যময় অপরিবর্তিত অমোঘ খেলা
স্তব্ধ হোক;গগনেই ভাসুক খুশির ভেলা।


ণদী ঘুরে ঘুরে কত বাঁক নিয়ে একদিন
সেই মহান সাগরেই করে নিজেকে সমর্পন
আমিও করেছি তোমাতে আপনারে নিবেদন।


চরণ রেখো সমাধির পরে নাহয় অবহেলায়    
মনে রাখবে আমারে তোমার জীবন মেলায়!
নাহয় স্মরণে রেখো একটি শুখনো মালায়...