তুমি আমায় ডেকেছিলে
আম কাঁঠাল লিচু তলে
মত্ত ছিলাম গর্বে সেদিন
ডাক গেছিলাম ভুলে।


তুমি আমায় ডেকেছিলে
খোলা মাঠের হাওয়ায়
মনের দোর রুদ্ধ ছিল
বইল দিন গজল গাওয়ায়।


তুমি আমায় ডেকেছিলে
শৈত-নিশির উষ্মতায়
আত্ম তপ্তে মগ্ন ছিলাম
ভরল সে ডাক ব্যর্থতায়।  


বাসন্তীকার গোধূলি রাত
উতপ্ত গ্রীষ্ম সকালবেলা
সব ঋতুতেই তোমার ডাকে
করেছিলাম বড়ই হেলা।


আজ বুঝি প্রেমটি তোমার
নিটোল নিখদ সোনায় গড়া
মর্ত্য ধনে মত্ত ছিলাম
আজ দেবই দেব সাড়া।