আমি এসেছিলাম শিউলি ঝরা সকালে
তুমি কি দেখনি?
এসেছিলাম বসন্তের কুহূ ডাকা বিকেলে
তুমি ফিরে চাওনি।


যখন গোধূলি নামে মেঘ ধোয়া আকাশে
আমিও তখন নামি
পরশটা দিয়ে যাই আলতো মিঠেল চুমুতে
থাকো তুমি অচেতনই।


প্রকৃতির অথৈজলে যখন কাঁদে অসহায় সংসার
আমিও কেঁদে যাই
তুমি নিদ্রার সুখ-স্বপ্নে থাকো বিভোর হয়ে
তোমাকে জাগাতে চাই।  


ভাদ্রের আকাশে উঁকি দিয়ে দেখায় রবি চিরকাল  
শরৎ উদ্বোধনের আলো  
নীলরৌদ্র পাখি হ’য়ে উড়েছি তখন তোমার পাশে  
বাসতে আরও ভালো।


(আমি আসল কথাটা জানিয়ে কবিতাকে
সব সময় স্বল্প পরিসরে রাখি। অনেক কবিতা পড়ে
কবিদের তাতে আবার কমেন্ট দিতে হয় বলে।
সীমাহীন সময় কার আছে! মনে করে)