সব চালাকি আর ভুয়ো সম্পর্কের
একটা শেষ থাকে...
যা ভঙ্গুর,অস্থায়ি বা নশ্বর, তাকে
মহাশক্তিও কখনও কাছে টানেনা...
আর, সেই অস্থায়িত্বকে নিয়েই মানুষের
হ্যাঙ্গামা মাতামাতি বেশি...
মনে রাখা ভালো, ফল মাটিতে
ভূপাতিত হলে তাকে কিন্তু আর
কোনভাবেই গাছে তোলা যায়না----
যে শৈশব কৈশরকে ফেলে এসেছি
সে কোনদিন মানব জীবনে ফিরবেনা


মানুষ মোহের টানে ‘কালকে’ভুলতে চায়,  
শত কাঁদলেই অপ্রাপ্তিযোগ্যকে প্রাপ্তিযোগ্য
করান যাবেনা; নিরন্নদের প্রতিদিনের পেট
ভরাতে কেউ পারবে কি??  
অমাবস্যার রাতে কি
কেউ চাঁদকে কোনদিনও দেখেছিল??
তার জন্য পনের দিন অপেক্ষায়
থাকতে হয়......