জানি, যেদিনগুলো চলে গেছে
তাকে আর ফিরে পাবোনা...
তবু,স্মৃতি যেন কথা শোনেনা।


পূব দিগন্তের রাঙা সূর্যটা...
সেদিনের মতো আর দেখিনা
আবছা কি আজ চক্ষু-রেটিনা!


সেই গ্রীষ্ম যেন ছিল মৌ-মধুর
উত্তপ্ত ছিলনা কি সুদীর্ঘ দুপুর!
বাজত কানে শুধু নৃত্য-নূপুর।


আনন্দ-গানে কেটে যেত নীরস
কঠোর মাধাহ্ন কালের বেলা...
হৈহৈ আম কাঁঠাল লিচু-তলা।


মৃদুমন্দ বাতাসের তালে তালে
‘’কে’’ যেন যেত শুধুই বলে
‘আমি রব তব হিয়া-তলে’।


হায়!মহাকাল ফিরে ফিরে চায়
দিনগুলি তাঁর ডাকে চলে যায়...
সময়ের কাঁটাকে কে আর থামায়?