(আতীব ছান্দিক তর্জমায় লিখিত কবিতাটি।
এই মুহূর্তে ভীষণ ঐশ্বরিক ইমোশনের মধ্যে আছি।
সেই প্রতিক্রিয়াই কবিতায়।)


বলো যদি কিছু কানে কানে
না হয় তা শুনে শুনে শুধু যাবো
না পারি মিলতে তবু-
তোমায় দেখে দেখে মুগ্ধ হবো
জানি একদিন ঠিক একদিন
তোমাকে আমি পাবো ।  
যদি না আসো তবে দিন গুনে-
গুনে ব্যাকুল হবো
দূর থেকে ওই হাসির ঝিলিক
দেখে দেখে মুগ্ধ হবো-
আমার গানের সাত সুর দিয়ে
তোমার ফুলের বাসর সাজাবো
জানি একদিন ঠিক একদিন
তোমাকে আমি পাবো ।
যত দূরে আমায় সরাতে চাও
না হয় সরে সরে যাবো
কথা না যদি শুনতে চাও
তবু বলে বলে পাগল হবো।
যতবার কাছে যেতে চাই  
মনের কথাটি জানাতে চাই
অমনোযোগী হয়ে থাকো;
‘বাসবো বাসবো ভালো’ বলে
দাও যদি ফাঁকি
তবু নিরাশ না আমি হবো
জানি একদিন ঠিক একদিন
তোমাকে আমি পাবো ।