সেদিন আমিও ছিলাম তোমার পাশে
হয়তো তুমি দেখনি;
আমার বিরহী আত্ম-সত্ত্বা ইমাজিনে
মিলেছিল তোমার সাথে...
মধুবন নিধুবনে হয়তো আজও বাঁশি বাজে!
কানে আসে স্পেয়ারের সমস্ত তরঙ্গ কাঁপিয়ে,
ভুলে যাই বর্তমানের কোলাহলকে...    


আজকাল কেউ পুরাণের গল্প শুনতে চায়না;
সব কিছুকেই লজিকের লুকে বিচার করে
প্রেম কোন কালেই লজিক বা বিজ্ঞানের চুল-  
চেরা বিচারের ধার ধারেনি...
প্রযুক্তির দুনিয়ার হাই ডিজিটেলাইজেশানের
কেদারায় বসে আছি; তবু তোমাতে বিস্মিত নই,
ইমাজিনের সুরে বিভোর হয়েই চলে যাবো একদিন
রিবর্ণ বা পুনর্জন্মকে বিশ্বাস করি, আবার আসব
ফিরে তোমার বাঁশির সুর কানে নিয়েই.........