(কবিতার আসরে জনপ্রিয় কবি-দিদি ‘লিলি দাস’
আমাকে অনেকের মতো ‘’রাধারানী’’ বলে ডাকেন।
তাঁকেই কবিতাটি শ্রদ্ধা ভরে উৎসর্গ করলাম।)  


সেদিনের মতো  রাধারানী হতে বড় সখ জাগে
তুমি হয়ে এসো ঘনশ্যাম,গোবিন্দ অনুরাগে।


লাল চেলি ঘাঘরা আর গলায় কুসুম মালা
যমুনা-তীরে রবো দাঁড়ায়ে লয়ে বরণ ডালা।


তুমি আসবে কানহা সেজে মাথায় ময়ূরশিখী
নাচব ভরা শ্রাবণের জলে সাথে অষ্ট সখী।


বাজাবে তুমি মোহন বেণু থেমে রবে মহাকাল
হাসি আনন্দ নাচে গানে কেটে যাবে ইহকাল।


তারপর যদি আসেন সত্যি সেই শ্যাম সখা
চলে যাবো তাঁর সাথে রবনা কেউ একা।


জগতের যত ব্যথাশোক শুধু ধন-মদমত্ততায়
সেই ভাব ফেলে রব দুজনে কৃষ্ণপ্রেম মুগ্ধতায়।