বিপ্লব ঘোষণা করে গেল ঘুম ভাঙার গান...
দিগ্বিদিকে তোল আওয়াজ জাগো বাংলাদেশ
জেনো, অন্যায় নিপীড়নই শেষ কথা নয়-
শেষের মাঝেই লুকিয়ে থাকে আশা অশেষ।


গ্রাম-নগর-বন্দরে ওঠে দ্রোহের সোচ্চারতা  
অন্ধ, লঙ্গ, বধিরের কানেও বাজে স্বাধীনতা
প্রতি রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় বিপ্লবের তাজা উষ্ণতা  
‘মারো আরও মারো সইবনা নিঠুর অধীনতা’।


নিয়ত অন্যায় নিপীড়ন নিষ্ঠুরতা-কে  
চিরতরে করতে হবে নির্মূল নিঃশেষ
কালো রাত্রির বুক চিরে আনতে হবে
সতেজ সবুজ নির্মল স্বাধীন বাংলাদেশ।


উদ্ধত শিকল ভাঙতে চায় মাতৃভূমি-
উদ্ধারের শপথে প্রতিজ্ঞ সারা দেশ...
মুক্তি-মিছিলে ফেরে প্রতিবাদী দেশবাসী
বার বার আসে কড়াল মৃত্যুর নির্দেশ।


লক্ষ দামাল ছেলেরা নির্ভয়ে দেয় প্রাণ...  
মহান-মৃত্যু বরণে বীর-যোদ্ধারা নিঃশেষ
দেশবাসী জয়ী,বাতাসে ভাসে মুক্তির রেশ
মাতৃভাষায় স্বাধীন হল সোনার বাংলাদেশ।