(জীবনের গল্প নানা লোকের নানা রকম ।
কখনো কারো সাথে মেলে,আবার কখনো মেলেনা।
আর কবিতায় কল্পনার সাথে বাস্তবতাও থাকবে।)    


কল্পনার ফানুশ নীল আকাশে উড়িয়ে
বাস্তবে কতদিন আর বেঁচে থাকা যায়?
জীবন তো এক সুকঠিন ম্যারাথন দৌড়
ভালো ভাবে বাঁচতে চাওয়ার প্রাণান্তকর চেষ্টা
শেষে অবসাদের বিশাল লনে এসে হাঁপায়।


ক্রস-কারেন্ট,যেমন সাগরের ঢেউ কখনো  
যে পথে আসে, সেই পথ দিয়ে ফেরেনা
জীবনে একদিন আমরা যা ফেলে এসেছি
সুখের ডোবা নয়তো বা দুঃখের সাগর-
সাগরেই হাবুডুবু খাই,ডোবা আর জোটেনা।    


বহু কালের স্মৃতি-সুড়ঙ্গে তাকিয়ে ঘুমিয়ে
এক ইতিহাসকে হেসে কেঁদে কাছে আনা
যন্ত্র জীবনে আর কি বা আছে মানুষের-
যৌবন থাকে কতদিন কার!হৃদয় রাঙান-  
থাকলেলেও,বসন্ত জীবনে স্থায়ী ঘাঁটি বাঁধেনা।


তিন ঋণ নিয়ে না-কি মানুষের জন্ম  হয়...  
কোন ঋণ-টা শোধ হলে মানব-জনমে পূন্য?  
মানবরা সার্থ নিয়ে ব্যাস্ত আর অন্যকে ছোট-  
করে নিজেকে তোলার লোলুপ বাসনায় মত্ত      
সমাজ-সেবা করে কে আর করি জীবন ধন্য?