আসার সময় কত কথা গেছিলাম গো বলে
আসল কথা সেদিন কেন গেলাম আমি ভুলে?
সুনীল নভে, নীল সাগর আর হরিতের তলে
বুকটা কেমন নেচে ওঠে তোমার কথা পেলে।
প্রেম সুধা পান করেছিলাম যে গাছটার নিচে!
অনেক প্রেরণা পাই আমি দাঁড়িয়ে ওর কাছে।
আজ বলেদি সেই কথাটা শুনতে তুমি পাবে?
উদার বুকে আমায় তুমি আবার ডেকে নেবে?


সেদিনটা ছিল শুধুই খুশির উচ্ছলতা
গল্প-হাসির সাথে কয়টি মনের কথা।
যেকথা যায়নি বলা অন্য কারোকে  
সেটাই ফুটল যেন কাব্যের আঁকেবাঁকে।
অনন্ত প্রেম নাহোক, হবে অনন্ত শয্যা
জগতের একটি প্রেমই সাজে নবসজ্জা।