কে বা এল, কে বা গেল
কে কি পেল, না কিছু পেল
কে ই বা মনে রাখে!
দুদিনের হাসি খেলা
মধুর মিলন মেলা
চলে মৃত্যুর বাঁকেবাঁকে।


একদিন মাতৃ কোলে
কত যত্ন আতর জলে
প্রতিষ্ঠিত হওয়া কট্টর পৃথিবীতে
হরষিত পুষ্প বাসর
নর নারীর সুখের সাগর
হয় ফুল্ললিত মধু চাঁদের যামিনীতে।


সুখের বাসরে ঘুণ ধরে
সবুজ পত্র রা খসে পড়ে
যবনিকা নামে জীবন যাত্রা রঙ্গে
ধুসর চক্ষু প্রকট স্মৃতি
গেয়ে চলে ফেলে আসা গীতি
ছাড়েনা সে, চলে আমৃত্যু সঙ্গে।  


(এখনো মরিনি বন্ধু, তাই
শেষ টা জানিনা)