বার বার বোলে যাও যে    
ভালোবাসি আর ভালোবাসি!
বোবার মুখে এ-ভাষ্য ফুটিয়ে
ওদের ওষ্ঠে আনো তো হাসি!  


রোজ যে বলো আমি বিদুষীনী  
তোমার চোখের সেরা সুন্দরী!  
দৃপ্ত আলো দিয়ে অন্ধের চোখে
বাড়াওতো ওদের মনের মাধুরী।


পাখির কাকলী! সুমিষ্ট গান?
তুমি জানতো বধিরের ব্যথা!
তাদের যান্ত্রিক-কর্ণ দান করে  
শোনওনা ‘জগের’জমান কথা!


‘কবিতা’ ছাড়া করতে পারিনি
কারো জন্য মহান-কর্ম কিছু
অসহায়ের মুখে হাসি ফুটিয়ে
প্রেমকে করো পর্বত-সম উঁচু।