(অনেক ব্যর্থতা গ্লানি হানাহানি আর
নাটকীয় আমলাতন্ত্রের মাঝেও বিশেষ কটা
দিনে জাগ্রত হয় দেশপ্রেম। কল্পনার কাব্য এটি।)  


অকল্পনীয় ভাবে জাহাজ ডুবি হওয়াতে
গভীর সাগরের তলে এক সাবমেরিং-য়ের
সেনারা আমাকে উদ্ধার করেছিল জ্ঞানহীন অবস্থায়;
সজ্ঞানে জানলাম শত্রুরা তাক করেছে সাবমেরিনটাকে  
কোনদিন সেনাদেরই ভালো করে দেখিনি
আজ লুক্কায়িত জলযানে দেশকে রক্ষা করার
ব্যাস্ততায় দেখছি অবাক হয়ে ‘তাঁদের’...
কিছুই বুঝিনা; এক্কেবারে নভিস ইলিটারেট
নারী আমি, বিস্মায়াতুর ভয়ার্ত চোখ অতীব
কৌতূহলিত পুনঃ-মরণের আকূত ভয়ে


হ্যাঁ,সাবমেরিন জলের ওপরে, প্রায় শত্রুর কবলে;  
সেনারা সমরে ব্যাস্ত, তবু এক নারীকে বাঁচাতে
ভুলভুলাইয়াতে যেন ‘ওঁরা’ তলিয়ে যাচ্ছে দেখলাম;  
শত্রুর হাতে বিকাবেনা তাঁরা নারীকে
সহসা বিশাল দেহী সেনার হাত থেকে নিজেকে মুক্ত করে
সেই জলেই দিলাম ঝাঁপ.........
কানে এলো, ‘’মা তুঝে সেলাম বন্দেমাতরম......’’