আমি যখন পুকুর ঘাটে
জল আনতে যাই
কদম তলায় এক জনকে
রোজ দেখতে পাই।


মুখে তাঁর আলতো হাসি
মাথায় ঘনো চুল
কৃষ্ণ বলে আমি তাঁরে
কতই করি ভুল।


আবার যখন ফিরে আসি
কদম তলা দিয়ে
আমার দিকে অপলকে
থাকে যেন সে চেয়ে।


একদিন আমি জিজ্ঞাসিলাম
কে তুমি মায়াময়?
তোমার জন্য এই পথটা
আলোয় আলোকময়!


সে হেসে বলল আমায়,
"আমার নাম কানাই
যে আমাকে কাছে ডাকে
তার কাছেতে যাই।


তুমি ভজন কীর্তনে কাঁদো
দেখেছি অনেক বার
তাই তোমায় কাছে নেব বলে
ঘুরি কদম তলার ধার"।