কল্পলোকের বাসিন্দা গো
থাকি কল্পনায়
দূর আকাশে উড়ে বেড়াই
কল্পনার ডানায়।


কখনও যাই চাঁদের দেশে
সুদূর সীমানায়
তারারা সব বাতি হয়ে
আহবান জানায়।


পাখির সাথে পাল্লা দিয়ে
উড়ি নীলের মাঝে
মন লাগেনা তখন আর
ঘরের মেকি কাজে।


সূয্যিমামা ডাক দিয়ে যায়
মিঠে রোদে হাসতে
একা একাই হেসে আমি
চাই খুশিতে থাকতে।      


কল্পলোকের বাসিন্দা গো
সাগর তলে নামি
মাছ হাঙরের সাথে মেতে
হারাই সকল গ্লানি।


কল্পনাতে থাকলে পরে
দুঃখ হয় দূর
নিজের বুকের বন্ধ খাতে  
বাজে সপ্ত সুর।