একটিবার মন যেতে চায়
ছোট্ট সেই গাঁয়ে
উঠোন থেকে যাত্রী তোলে
যে মাঝি তার নায়ে।


একটিবার মন পেতে চায়
সরলতার যত্ন আদর
মাঠ ভরা শস্য ক্ষেতে
পাততে স্নেহের চাদর।


একটি বার আত্মাটি চায়
মিলতে গাঁয়ের সাথে
গাই বাছুর পাখপাখালির
সুসঙ্গ-টা পেতে।


একটি বার দেহটি চায়
তাঁর মধুর আলিঙ্গন
ভালোবেসে মধুর হেসে
যে জুড়াবে অঙ্গন।


‘সে’কি আছে পদ্মা পাড়ে!  
রূপসা মেঘনার নায়ে?
কল্প-নাও রোজই ভাসাই
ভাটিয়ালী গেয়ে...