বৃহৎ মাছের কাঁঁটা কম থাকে
জ্ঞানী জন সংখ্যায় কম থাকেন
সজ্জন মানুষ দুঃখে ভোগেন।


গুণী জনের কম কদর
মজা গাঙে পানি কম
রাগীর ধৈর্যে নেই দম।  


সুস্থ মানুষ খায় কম
মুর্খ লোকের কম আক্কেল
আরো মুর্খ দেয় তেল।


শিশুর হিংসা কম
অপমান কম করে, শিক্ষিত
নম্রতা কম যার সে অশিক্ষিত।