কান্দিস ক্যানে ওরে পোড়া মন!
কান্দিস নে তুই আর
ডানা মেল, চল ঘুরে দেখি
বিশ্ব চরাচর--
কান্দিস নে তুই আর।।


এতো বড় গগন তলে
ক্যান নিজেরে ভাবিস হতভাগী!
বিশ্ব-প্রেমের কয়েদ খানায়
একা নস তুই দাগী।
প্রেমের মতি বোঝা বড় ভার
কান্দিস নে তুই আর।।


প্রেমের টানে রাধারাণী
ছাড়িল আপন ঘর
প্রেমের দয়াল সেই সে কানু
হইল তাঁহার বর।
প্রেম দিবানি মীরারানী
কানুর লাইগ্যা জীবন করিল ছারখার।
প্রেমের লাইগা কান্দিস নে তুই আর।।


জীবন বীণায় তার বাইধ্যা
সুরে গাইলি কত গান  
কত জন আইল শোনতে
জুড়াইল দগ্ধ পরাণ।
কেউ কারও নয়,জানলি শেষে
ছিড়ল যখন বীণার তার।
প্রেমের লাইগ্যা কান্দিস নে তুই আর।।


(এটি আমার একটি ভাটিয়ালি গান)