(দুই বর্ণের ছন্দের মিল বব্জায়
রাখতে সংযুক্ত শব্দের অবতারণা)


চোখ মুদিলাম
রাধাকে দেখিলাম
চিত্ত রাঙাইলাম
রসে ভাসিলাম...


ওইতো কুঞ্জকুটীর
রাধারানী অধীর
বহে বর্ষা-সমীর  
কোথা প্রেম-বীর!


যমুনার নীলোৎপল
আবেগে টলটল
পাদুকাশে ঝলমল
কানহা-হীন সকল।


নামিল বরিষণ
গরজায় ভীষণ
শূন্য কদম-কানন
গম্ভীর রাই-অয়ন।  


দোঁহে মিলনপিয়াসী
কানাই পরবাসী
আমিও উদাসী
রাধা ক্রন্দসী
ফেরো,শ্যাম-শশী...