সুখের অসুখ আজ
অসুখের সুখ
দুষ্টরা তাতে নাচে
কবি-মন ধুকধুক।


আম গাছে নিম ধরে
তিতে-মিঠে আম
লোকে খায় চেটেপুটে
কবি বলে রামরাম।


নিত্য নেতার কথায়
নাচে বোকা জনগণ
কবিই সরব হয়ে
লিখে যায় সারাখণ।  


অন্যায় অবিচার চলে
অহরহ রোজ দিন
মুখ ঢাকা সকলের
কবি প্রতিবাদে প্রতিদিন।


সবাই এক প্রকৃতির  
কবি মন স্বতন্ত্র
দিব্য মানসিকতায় চলে
কবির কাব্য-গণতন্ত্র।


চলবে এমনই বুঝি!
কালের এই ভবিতব্য!
কবি কলম ধরে
লেখে আগামীর কাব্য।