(সনেট কবিতা)


পথ ভুলে কোনদিন যাও যদি হারিয়ে
কথা দিলাম আনবই তোমাকে ফিরিয়ে
প্রপঞ্চময় ভূবনে ঘুরে ফেরে কত সুর  
তার থেকে কিছু নিয়ে বানাব প্রেমের পুর।
আমরা দুজনে মিলে গড়বনা কাম-গৃহ
যমুনা পাড়ে ঝুলব ভুলব সকল মোহ।
নীলাকাশ ফুল পাখি দখিণা বাতাস সাথে
খেলব অমোঘ খেলা নিশি আর প্রভাতে।


দৈবের ছলনায় যদি আমিও হারাই
যদি এই জীবনে তোমারে না পাই
তবেকি সে বেঁচে থাকা হবে সুখময়?
প্রিয় বিনা বাঁচা মরা একই যে দাঁড়ায়।
যত সুখ স্বপ্ন মিলন হাসি কলতান
প্রিয় হীন সব যেন হবে ম্রিয়মান।