কেমন করে ছিঁড়ল বাউল
তোর একতারাটার তার!
গাইবি না আর খমকি ধরে
পদ্মার এধার ওধার!  
ভালোই ছিলি গানে গানে
সবুজ বনবিথী লয়ে
হঠাৎ কি হল বুকে
পড়লি কেনে নুয়ে?  
মাটির পরে পড়লে আবার
উঠতে সে-ই শেখায়
সুর ভোলা পাখি আবার
নিজেই তো গান গায়।
জানিস নাকি পৃথ্বী দুখের
নেই হেথায় কোন সুখ
আজ সুখ ভুলে দুঃখ নিয়ে
বাঁধরে ভাঙা বুক----