কার ডাক শুনি
পাঁজরের খাঁচায়?
সে মুক্তি-মন্ত্র গায়।  


মুক্তি লোকতো পায়
কিন্তু কোথায় যায়?
উত্তর নিরাশ হায়!


মুক্তলোকে কি আছে?
পাখী ডাকে গাছে?
ফুল কি ফুটেছে?


ইন্দ্রিয় পুড়ে ছাই
কবরেরও মাটি পাই
অনুভূতি তো নাই!


আত্মা কোথায় যায়?
পঞ্চভূতে কি মিলায়?
মন মোক্ষ-গান শোনায়।


অসীম কেন ডাকে
নশ্বর কর্মের ফাঁকে?
জীবন চলবেই আঁকেবাঁকে?  


  


(গয়ংগচ্ছ ৫৫০তম কবিতা )